তির্যক ভঙ্গীতে পলায়নপর অস্তিত্ব, পেন্ডুলাম দুলছে— শহরের মাথায় আগুনমুখি বোধবৃক্ষ, কুহক ছায়া ফেলে— ক্লিষ্ট দাবদাহ আকাশের দিকে মুখ করে, বৃষ্টির অপেক্ষায়। মায়াবতী মেঘ, শ্রাবণের মুখে তুলে দেয় বৃষ্টির ঘ্রাণ— ঘুম ভাঙে শহরের।