তিন সন্তানকে নিয়ে এমদাদুলের অনেক স্বপ্ন ছিল বলে জানান তাঁর শ্যালক মো. ফারুক। প্রথম আলোকে তিনি বলেন, তাঁর বোনের সাজানো সংসার ছিল। সবাই হাসিখুশি থাকত। তিন সন্তানকে উচ্চশিক্ষা দেওয়ার ইচ্ছা ছিল এমদাদুলের।