ঠিক এই লাইনে এসে থমকে যায় রুদ্র। কতটুকু গভীর উপলব্ধি হলেই পরে এ রকম একটি লাইনের সৃষ্টি হয়। কিন্তু এই লাইনে এমন কীই-বা আছে যে তাকে এভাবে থামতে হলো? ভাবনার সাগরে হাবুডুবু খেতে থাকে সে। এর কোনো যথোপযুক্ত কারণও দাঁড় করাতে পারেনি। ‘ধ্যাত! আর একটি লাইনও পড়া উচিত না। যেই লাইন আমাকে থামিয়ে দিল, অথচ আমি এর যথাযথ কারণ দাঁড় করাতে ব্যর্থ, সেই মাথা নিয়ে পরের লাইনগুলো পড়ার অধিকার আমি এক্ষুনি হারালাম।