সেদিন রাতে আমি ঘুমিয়ে ছিলাম প্রদীপ নেভানো ছিল, চুপিচুপি তুমি মিলন মালা পরিয়েছিলে, আমি বুঝতে পারিনি! হারিয়ে গিয়েছিলাম এক অজানা আবেশে, আমার পৃথিবী রঙিন ছিল, কোথাও কোনো দুঃখের গন্ধ নেই, আস্তরণজুড়ে ছিল স্বাচ্ছন্দ্যের বাগিচা যেন চিরসুখী আমার অবয়বচিত্ত, আঁখি মেলে দেখি, তুমি নেই!

0 Comments