বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তবে বিশ্বের আরও কিছু অঞ্চলে ডেঙ্গুর সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। মনে রাখতে হবে, রোগব্যাধি কোনো সীমান্ত মানে না। রাজধানীর শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে গতকাল সোমবার আয়োজিত এক সম্মেলনে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক ও জনস্বাস্থ্যবিদেরা এ কথা বলেন।