প্রতিবছর এমন দিনে আমাদের দেশের সমুদ্রের তীরবর্তী এলাকায়, হাওর-বাঁওর ও খালে-বিলে দেখা যায় কিছু পাখি ওড়াউড়ি করে আমাদের মুগ্ধ করে। আবার তারা পানিতেও ভাসতে পারে হাঁসের ন্যায়। তাদের বলা হয় পরিযায়ী পাখি। তবে এসব পাখিদের আমরা অতিথি পাখি হিসেবে চিনি।