তোমাকে মুখস্থ করতে করতে ভুলেছি নিজের সব বুকের ভেতর তুষের আগুন আমার যন্ত্রণার উৎসব! তিন. অভ্যেস মতো আমি প্রতীক্ষায় কাটাই দিন তুমি এসে ভালোবেসে ঘুচাবে প্রেমের ঋণ!