লেখালেখি ও লেখক বন্ধুদের উৎসাহিত করতে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উদ্যোগে অমর একুশে বইমেলা থেকে ‘বন্ধুর বই’ অনুষ্ঠানে যুক্ত হয়ে এভাবেই বই নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেন কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক। এবার বইমেলাকে কেন্দ্র করে আমাদের অনেক বন্ধুর বই বের হয়েছে। যেখানেই যে লিখুক না কেন, লেখালেখি একটা মহৎ কর্ম উল্লেখ করে তিনি সব লেখক বন্ধুদের সাধুবাদ জানান।

0 Comments