পথের প্রান্তে বসে ভাবি অতীত স্মৃতি সবকিছুর শেষে আছে যা অবশিষ্ট হৃদয় দহনে ভস্ম হতে নতুন কবিতার উদ্‌গিরণে। সহস্র মাইল দূর হতে কবিতার পঙ্‌ক্তিগুলো একে একে উঠবে শিহরিত হয়ে, সাধকের সাধনায় আরাধ্য যেভাবে মৌনতা ভাঙতে বাধ্য হয়।