চেনা কিছু আক্ষেপের সাথে সমীকরণ মিলায় অজানা সূত্র। চোখ গণনা করে কেউ হিসাব মেলাতে পারে না। ভাঁজ পরা কপাল কারও স্মৃতিতে জায়গা পায় না। কেবল দূষিত বিকেলগুলো সাক্ষী হয় অপরিচিত কিছু ইতিহাসের। বিকেলগুলো বয়ে বেড়ায় একটা মানবের অপ্রকাশিত বার্তার ভার!