কনসার্টের ধারাবাহিকতায় এবার সোলস মাতাল যুক্তরাষ্ট্রের মিয়ামিতে। সেখানকার বৈশাখী মেলায় গান পরিবেশন করেছে দলটি। প্রায় তিন ঘণ্টা গানে গানে দর্শক মাতায় জনপ্রিয় এই গানের দল।