ঈদের রঙিন জামা হাতে পেয়ে খুশি অভিভাবক ও ছেলেমেয়েরা। শহরের কাটলী এলাকার হৃদয় মিয়া (১১), নাইম (১৫), ইসব মিয়া (৬), জান্নাত আক্তার (১১), ফাহিম মিয়া (৮) মোহাম্মদ (১১) ইমি আক্তার (৮), ফারজানা আক্তার (৮); খতিবনগুয়া এলাকার সুফিয়া আক্তার (৫); নাগড়া এলাকায় শরিফুল ইসলাম (১০), হুযাইফা (১০), মামুন মিয়াসহ (১২) মোট ৭ জন ছেলে এবং ৫ জন মেয়েকে ঈদ উপহার হিসেবে জামা দেওয়া হয়।