বহুল পঠিত বিখ্যাত প্রবাদ, ‘দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বোঝে না’। এই প্রবাদ জানার পরও আমরা তেমন করে মায়ের মর্ম বুঝি না। ছোট্ট একটি শব্দ, অথচ কী বিশালত্ব লুকিয়ে আছে এই একটি এক অক্ষরের শব্দে।