পেলে, গারিঞ্চা, সক্রেটিস, জিকো, রোমারিও, রোনালদো, রোনালদিনিও, নেইমার...ব্রাজিলের ফুটবলে প্রতিভার অফুরন্ত ভান্ডারের এই ক্রমে নতুন সংযোজন এনদ্রিক। অনেকেই বলে থাকেন, ব্রাজিল ফুটবলের নতুন এই বিস্ময়বালক রোনালদিনিও ও নেইমারের মিশ্রণ।