ভরাট নদী, সপ্ত পাথার, দেখবে সেথায় হৃদয়দহন তৃপ্তিহারা সেই হাহাকার। জোছনাধারা তন্দ্রাহারা আমার মতো বিশ্বনিখিল, চিতার আগুন পোড়ায় কেমন বাঁধনহারা এই ছ্যাঁকা দিল। তোমার ছাদের ফুলবাগিচায় আসন পেত শিউলীতলে, শিশির জলে ভিজলে আমি কুড়িয়ে নিয়ো পূজার ছলে।