বিশ্বজয়ের মুচকি হাসি ওই মুখে, জীর্ণ কোঠাকে স্বর্গের আসিয়ানা করে রাখতে পরিবার বারোমাস সুখে। মাতৃত্বের টানে যৌবনকে উৎসর্গ করে স্বামীর অকালমৃত্যুতে অটুট রয়, বাড়ির বাইরে পা কর্মবলে ফেলতেই মহীয়সী রূপের বহিঃপ্রকাশ হয়। সমাজের কথিত বেড়ি হটায় কলমে একাকিনী সন্তানকে মানুষ করে, সম্মানের রাজসিংহাসনে নারী থাকে আলোকিত নারী জয়জয়কারে।

0 Comments