কৃষকেরা ফসল ফলায়, পায় যেন তার ন্যায্য দাম সকাল-বিকেল মাটি মেখে ঝরায় গায়ের রক্ত–ঘাম। শূন্য গোলা ভরবে ধানে হৃদয় ভরা থাকবে সুখ দেখব না আর অস্ত্রবাজী উপবাসী একটি মুখ। আমার দেশের ধূলিকণা সোনার চেয়ে বেশি দামি, জীবন দিয়ে রাখব ধরে এ পণ আমার দিবসযামী। এমনভাবেই স্বপ্ন কত দেখে চলি দিনমান ব্যর্থ হলে স্বপ্নগুলো বুক ভেঙে হয় খান খান তবু আমি স্বপ্ন দেখি বাঁচার মতো বাঁচতে চাই স্বপ্নটুকু আছে বলেই হাসতে পারি বাধা নাই।