তার সঙ্গে কথা হয় মনে মনে আবেগের বেশে। সেখানেই আমি মাঝে মাঝে হারিয়ে যাই, তাকে ভেবে ভেবে একটু সুখ খুঁজে পাই; কী করে তাকে বোঝাই, কী করে তাকে বোঝাই স্বপ্নে তার একটু ছোঁয়া পাই। হয়তো বা সে এসব কিছুই জানে না, শোনে না প্রেমের গান, তাকে ভালোবেসে দিয়েছি আমি অঞ্জলি আমার হৃদয়প্রাণ; শয়নে স্বপনে জাগরণে শুধু, আমার প্রতিটি রক্তবিন্দু নেয় তার প্রিয় নাম।