তাঁতির নিপুণ হাতে বোনা শুভ্র শাড়ির জমিনে হলুদ নয়নতারা যেন নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। মিল্কিওয়ের তারকারাজি যেন নতজানু তোমার পদতলে। দেবী বলে ভুল করবে হয়তো!