চুপি চুপি পানির স্তূপের দিকে এগুলো হাশেম। চক্ষু ছানাবড়া! মাটির নিচ থেকে উঠে আসছে পানি। ছোট গর্ত থেকে আসা পানির ঘূর্ণন তৈরি হয়েছে। অদ্ভুতভাবে পানি ঘুরছে। হাশেমের মাথা ঝিমঝিম করছে। কী হচ্ছে, ঠিক বুঝে উঠতে পারছে না। হঠাৎ ঘূর্ণির টানে কাদায় পা পিছলে পানির ঘূর্ণিতে হারিয়ে গেল সে।