অর্থ সম্পর্কের দিক থেকে ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করা যায়: ১. সমাপিকা, ২. অসমাপিকা। ব্যুত্পত্তি তথা শব্দ গঠনের দিক থেকে বিশেষণ শব্দটি কীভাবে গঠিত হয়েছে, তার ওপর ভিত্তি করে বিশেষণকে দুই ভাগে ভাগ করা যায়। যথা: ক. মৌলিক বিশেষণ, খ. সাধিত বিশেষণ।