নিয়ম করে তোমার নামে চিঠি পাঠাই মেঘের খামে মেঘের ভেলায় ভেসে ভাবনাগুলো উড়ে চলে এপাড়া থেকে ওপাড়া তোমার খোঁজে। তুমি জানো মেঘের শহরের মেঘকন্যা সাত রঙে নিজেকে সাজায় আর আমি কেবলই ওই এক রঙে নিজেকে রাঙাই প্রতিটা মুহূর্তে, আমার রাজ্যে নীল রং ব্যতীত কোনো রং নেই সেই নীল রঙে নিজেকে বারংবার হারাই।

0 Comments