নবীজির (সা.) সম্মানে নগরীটির নাম মদিনাতুন্নবী বা নবীর শহর রাখা হয়। এখন বলা হয় মদিনা মুনাওয়ারা বা আলোকিত শহর। মদিনার জনসংখ্যা এবং সেখানে মুসলিমদের সংখ্যা নিয়ে নানা ঐতিহাসিক তথ্য রয়েছে।