শীতল হাওয়া বইছে হৃদয়ের আঙিনায়। তোমার স্মৃতির জাল ঘিরে রেখেছে আমায়, এই নিস্তব্ধ রাতে তুমি কাছে না থাকায়। ঝিলমিল তারাগুলো আকাশজুড়ে ফুটেছে এই জোছনারাত, যেন তোমারই প্রতিচ্ছবি, তোমার হাসির মতো কোমল আর স্নিগ্ধময়ী।