ইবনে কাসির (আস-সিরাহ আন-নাবাবিয়্যাহ, ৪/৪৪৩) একমত যে নবীজি সফরের শেষ সপ্তাহে অসুস্থ বোধ করেন, সোমবার সাহাবিদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেন, বুধবার থেকে তীব্র মাথাব্যথা ও জ্বর অনুভব করেন এবং এরপর তিনি মাত্র ১৩ দিন জীবিত ছিলেন। অধিকাংশ ইতিহাসবিদের মতে, নবীজি (সা.)১১ হিজরির ১২ রবিউল আউয়াল সোমবার পৃথিবী ছেড়ে গেছেন।