আমরাও তো কয়েকবার পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হলাম, স্বাধীন হলাম তাহলে আবার পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে যাই কেন? মুক্তির স্বপ্ন কি শরতের ভোরের ঘাসে জমে থাকা শিশিরবিন্দুর মতো ক্ষণস্থায়ী? নাকি আমরা সুবিধাভোগী? স্বাধীনতা অর্জনের পর কি মুক্তির স্বপ্ন টেনে হিঁচড়ে খেয়ে ফেলে মানুষরূপী হিংস্র পশু? এ জন্য আসলে কারা দায়ী?

0 Comments