অবরুদ্ধ তিক্ত বসন্ত বিষে বিষাক্ত প্রলয়ংকরী ঝড়ে ঝরে পড়ে সঞ্চয়, পাখনা ভেঙে মাটিতে লুটায়; খুঁড়িয়ে হেঁটে চলে দিগন্তহীন পথে। পথ আটকে দেয় একদল কুকুর উচ্ছ্বাসে–উল্লাসে যেন নর্তকী রূপ, ক্লান্ত–পরিশ্রান্ত–অসহায় পাখি; উপসংহারে আত্মসমর্পণ জীবনের।