তুমি দূরে থাকো যত অন্তরে রয় ছায়া নীলপদ্মের প্রতিটি পাঁপড়ি বোনে তোমার কায়া। আসবে তুমি একদিন স্বপ্নের জাল ভেদে, হৃদয় ভরে ভালোবেসে নেবে নীলপদ্মরা অবিরাম এ জাগরণ তোমার আশায় অনন্ত প্রেমের স্রোতে ভাসে বেলা–অবেলা নীলপদ্ম তাই তোমার অপেক্ষায়।