বিরহ জ্বালা কী বুঝিনি আগে তাই তো এখন একা একা লাগে। মনে পড়ছে এই শ্রাবণসন্ধ্যায় একান্ত গভীর নিরালায়। মিলন পিয়াসী মন জাগে শিউলিগুলো ঝিমায় অনুরাগে।