প্রভাতকল্পা সময়ে হাতের পাঁচ আঙুল দিয়ে কুয়াশা সরিয়ে দেখি পুরোনো জাদুকর— বাংলার রূপ ঘিরে বেঁচে আছে জীবনানন্দ। চিরায়ু কবিতার প্রতি চরণে চরণে মহানাদে কেঁদে ওঠে শুকনা পাতা। যদি হিরণ্ময় পঙ্‌ক্তির সত্যতায় আবারও ফিরে আসতে— ধানসিঁড়িটির তীরে—এই বাংলায়।