শিল্পকলা একাডেমির মহাপরিচালক বলেন, মুনীর চৌধুরী জেলে বসে কবর নাটক লিখেছিলেন। যত দিন পাকিস্তান ছিল, তত দিন তাঁর এই নাটকের অনেক ধার ছিল, বিদ্রোহী চেতনা ছিল।