মামলার তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলেন, মামলার তদন্তে নেমে পুলিশ আয়াত ট্যুরসের কর্মী তুহিনের যোগসাজশ পায়। সে-ই ‘গল্প সাজিয়ে’ ডাকাতির পরিকল্পনা করে।