আগাসির দাম্পত্যজীবন মানে স্টেফি গ্রাফও। দুই কিংবদন্তির সংসার আরকি! জার্মান কিংবদন্তি স্টেফির ঝুলিতে আছে ২২ গ্র্যান্ড স্লাম শিরোপা। ১৯৬৮ সালে টেনিসে ওপেন যুগ শুরুর পর মেয়েদের এককে যা দ্বিতীয় সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের নজির।