বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের কর্তৃত্ববাদী নেতারা যে কতটা প্রভাবশালী (এমনকি যাঁরা রাষ্ট্রক্ষমতায় নেই, তাঁরাও), তা গণতন্ত্রের পক্ষে নিরন্তর কথা বলে যাওয়া লোকদের চিন্তারও বাইরে। এ-ই যখন অবস্থা, তখন মিয়ানমারে ব্যতিক্রম অবস্থা দেখা যাচ্ছে। সেখানকার প্রতাপশালী সামরিক জান্তাকে ক্ষমতাহীন হয়ে যেতে দেখা যাচ্ছে।